নাইজেরিয়ায় অপহৃত ২৭৯ ছাত্রীর সবাই মুক্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ মার্চ ২০২১, ০৩:৩১ পিএম

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের জাঙ্গেবে শহরের একটি বোর্ডিং স্কুল থেকে অপহৃত ২৭৯ ছাত্রীর সবাইকে মুক্তি দেয়া হয়েছে। তারা এখন সরকারের আশ্রয়ে রয়েছে। 

আজ মঙ্গলবার (২ মার্চ) রাজ্যের গভর্নর ড. বেলো মাতাওয়ালে এ কথা জানান।

তিনি এএফপিকে বলেন, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে সব ছাত্রী এখন মুক্ত। তারা সবাই সরকারি ভবনে এসে পৌঁছেছে। সবাই ভালো আছে।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শুক্রবার বন্দুকধারীরা এসে ৩১৭ জন ছাত্রীকে অপহরণ করে। পরে রাজ্যের গর্ভনর জানান, অপহৃত ছাত্রীর সংখ্যা ২৭৯ জন।

সরকারি কর্মকর্তারা অপহরণকারীদের সাথে আলোচনা করে এসব ছাত্রীর মুক্তির ব্যবস্থা করে।

সাম্প্রতিক সময়ের মধ্যে এটি কোনো স্কুল থেকে গণ অপহরণের সবচেয়ে বড় ঘটনা। সশস্ত্র দলগুলো প্রায়ই মুক্তিপণের জন্য স্কুলছাত্রীদের আটক করে।

এদিকে এই গণ অপহরণ নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।

এর আগে গত সপ্তাহে প্রতিবেশী নাইজার রাজ্যের কাগারা থেকে ২৭ শিক্ষার্থীসহ অন্তত ৪২ জন অপহৃত হন। যাদের আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি। ২০১৪ সালে ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম উত্তর-পূর্বাঞ্চলীয় শহর চিবক থেকে ২৭৬ জন স্কুল ছাত্রীকে অপহরণ করে। যে ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। -এএফপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh