কারওয়ান বাজারে পুড়েছে ৪০ দোকান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৬ পিএম

প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে মার্কেটের অন্তত ৪০টি দোকান পুড়ে গেছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দেবাশিষ বর্ধন জানান, ১০ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ জন্য ৫০ মিনিটের বেশি সময় ধরে চেষ্টা চালিয়েছে মোট আটটি ইউনিট।

হাসিনা মার্কেটটি টিনশেড দিয়ে তৈরি দোতলা মার্কেট। সেখানে ৭০ থেকে ৮০টির মতো দোকান রয়েছে। 

তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন বলছেন, মার্কেটের প্রায় অর্ধেক দোকান পুড়ে গেছে।

মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, আমাদের এখানে একটা খাবারের দোকান ছিল। এই আগুন কতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তা বলা যাচ্ছে না। তবে কমপক্ষে ৪০-৫০টি দোকান পুড়েছে। এখানে গোডাউন, খাবার হোটেল, মরিচের মিল, বিকাশের দোকান, সেলুন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh