চুয়াডাঙ্গায় ট্রাকচালককে গুলি, একজন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১২ পিএম | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৪ পিএম

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকায় প্রকাশ্যে সাচ্চু শেখ (৪০) নামে এক ট্রাকচালককে গুলি করেছে তার প্রতিপক্ষ দু আপন ভাই। সাচ্চু শেখ চুয়াডাঙ্গা শহরের মাঝেরপাড়ার আরফিন শেখের ছেলে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ শহরের নূরনগর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে শাহেদ আলীর ছেলে বাকেরকে (২৮) ৬ রাউন্ড গুলিসহ আটক করলেও তার ভাই শাকেরকে (২৪) আটক করতে পারেনি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার সাচ্চুর সাথে নূরনগর এলাকার শাকেরের টাকা পয়সা নিয়ে পূর্ব থেকেই শত্রুতা ছিলো। ওই শত্রুতার জের ধরে শনিবার বেলা সাড়ে ৪টার দিকে আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকায় দুভাই শাকের ও বাকের প্রকাশ্যে গুলি করে সাচ্চুকে। ওই গুলি সাচ্চুর পেটের নিচের অংশে লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আটক বাকেরের বিরুদ্ধে অস্ত্রসহ ৭টি ও পলাতক শাকেরের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এ ব্যাপারে একটি মামলা হবে বলে তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh