সৌদিতে লিফট দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৩ এএম

মো. শাহীন খান। ছবি: সংগৃহীত

মো. শাহীন খান। ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মামে নির্মাণাধীন এক বহুতল ভবনের লিফট দুর্ঘটনায় মো. শাহীন খান নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দুর্ঘটনায় আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় জুবাইল সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়।

শাহীন সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলংয়ের নবমখণ্ড গ্রামের আশরাফ খানের ছেলে। সৌদিতে অবস্থানরত স্বজনদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন শাহীনের বাবা আশরাফ।

তিনি বলেন, তার ছেলে আড়াই বছর ধরে সৌদি আরবে বাস করছেন। সেখানে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার নির্মাণাধীন একটি বহুতল ভবনের পানির লাইনের কাজ করছিলেন তিনি। এ সময় ভবনটিতে নির্মাণ সামগ্রী উঠানোর কাজে ব্যবহৃত অস্থায়ী লিফট ছিড়ে শাহীনের ওপর পড়ে গেলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, শাহীনের মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh