৪৫ সেকেন্ডে স্বাস্থ্য পরীক্ষা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫১ এএম

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা সবার জন্যই জরুরি। কিন্তু অনেকেই সময়ের কারণে স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত করতে পারনে না। যদি কয়েক সেকেন্ডে এই কাজ সম্পন্ন করা যেত তাহলে কতই না ভালো হত। এ কথাও ভাবেন অনেকে। এবার এ সমস্যার সমাধান দেবে মোবাইল অ্যাপ। মাত্র ৪৫ সেকেন্ডেই হৃদস্পন্দন, অক্সিজেনের মাত্রা ও মানসিক চাপের স্তর জানা যায় স্মার্টফোনের একটি অ্যাপ ব্যবহার করে।

সিঙ্গাপুরের স্টার্টআপ কোম্পানি নার্ভোটেক তৈরি করেছে এই আধুনিক পরামর্শদাতা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনটি।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, নার্ভোটেকের এই অ্যাপ্লিকেশনটি বর্তমানে সিঙ্গাপুরের কাজিমা নির্মাণশিল্প ব্যবহার করছে। প্রতিষ্ঠানটি স্মার্টফোনের মাধ্যমে কর্মীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর কাজ করতে দিচ্ছে। মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণ প্রতিরোধে এই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয় তাদের।

নার্ভোটেক কোম্পানির প্রতিষ্ঠাতা জোনাথন লাউ জানিয়েছেন, সিঙ্গাপুর সরকার এই প্রযুক্তিতে বেশ আগ্রহী। এছাড়াও স্বাস্থ্যসেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাড়া পাচ্ছেন। তবে অ্যাপটি এখনো প্রাথমিক পর্যালোচনায় রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh