হোয়াটসঅ্যাপের চ্যাট টেলিগ্রামে স্থানান্তর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৭ এএম

ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা যাওয়ায় অনেকে হোয়াটসঅ্যাপ ছাড়ছেন। যার ফলে টেলিগ্রাম ও সিগন্যালের মতো ম্যাসেজিং অ্যাপগুলোর ব্যবহারকারী বাড়ছে। গত কয়েক মাসে এক লাফে বেড়েছে এ দুই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা।

এদিকে হোয়াটসঅ্যাপকে বিদায় জানানোর ফলে সেখানকার সব চ্যাটও হারিয়ে যাওয়ার কথা। এ নিয়ে অনেকে চিন্তারও শেষ নেই। তবে মজার বিষয় হচ্ছে, এই প্ল্যাটফর্মের সমস্ত চ্যাট নিয়ে যাওয়া যাবে টেলিগ্রামে।

ফলে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করার পরিকল্পনা থাকলে জেনে নিন কীভাবে সব চ্যাট টেলিগ্রামে পাঠাবেন। তবে হোয়াটসঅ্যাপ থেকে শুধু টেলিগ্রাম ৭.৪ আপডেট ভার্সনেই চ্যাট ট্রান্সফার করা যাবে।

১. প্রথমেই হোয়াটসঅ্যাপ খুলে যে চ্যাটটি ট্রান্সফার করতে চান, সেটি ওপেন করুন।

২. এবার ওপরে ডানদিকে তিনটি ডটে ক্লিক করলে খুঁজে পাবেন ‘এক্সপোর্ট চ্যাট’ অপশনটি।

৩. সেটায় ক্লিক করলে কোথায় চ্যাটটি ট্রান্সফার করতে চান, সেই অপশন দেওয়া হবে।

৪. সেখান থেকেই বেছে নিন টেলিগ্রামকে। এরপর যে সব চ্যাট টেলিগ্রামে নিয়ে যেতে চাইবেন, সেখানে পৌঁছে যাবে


আইওএস ক্ষেত্রে,

১. একইভাবে যে চ্যাটটি ট্রান্সফার করতে চান সেটি ওপেন করুন।

২. এবার প্রোফাইল পিকচারের পাশের অংশে ক্লিক করুন।

৩. সেখানেই পেয়ে যাবেন ‘এক্সপোর্ট চ্যাট’ অপশনটি। টেলিগ্রাম অপশন বেছে নিলেই হোয়াটসঅ্যাপ চ্যাট পৌঁছে যাবে সেখানে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh