দ্বিতীয় চালানে এলো করোনার ২০ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৮ এএম

ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ এসেছে। 

গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টা ২৩ মিনিটে ভারতীয় এয়ারলাইন্স স্পাইস জেটের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকার দ্বিতীয় চালান।

এ নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার ৯০ লাখ ডোজ বাংলাদেশে এসেছে।

বিমানবন্দরের একাধিক সূত্র জানিয়েছে, দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ ভ্যাকসিন আনা হয়েছে। নতুন আসা টিকা বহন করতে বেক্সিমকোর পাঁচটি ফ্রিজার ভ্যান ঢাকা বিমানবন্দরে উপস্থিত ছিল। উড়োজাহাজ থেকে নামানোর পর টিকা নিয়ে এসব ভ্যান যায় টঙ্গীতে বেক্সিমকোর ওয়ারহাউসে। রাত দেড়টার দিকে ফ্রিজার ভ্যানগুলো টিকা নিয়ে বিমানবন্দর ত্যাগ করে। 

এর আগে ২১ ফেব্রুয়ারি দেশে ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, দ্বিতীয় চালানের ভ্যাকসিন বেক্সিমকোর ওয়ারহাউসে রাখা হবে। পরে তারা স্বাস্থ্য অধিদফতরের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় ভ্যাকসিন পৌঁছে দেবে।

গত ৫ নভেম্বর বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সেরাম ইন্সটিটিউটের সাথে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভারতের সেরাম ইন্সটিটিউটে উৎপাদিত তিন কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের চুক্তি হয়। সে অনুযায়ী গত ২৫ জানুয়ারি এই টিকার প্রথম চালানে ৫০ লাখ টিকা দেশে আসে। তবে তার আগে গত ২০ জানুয়ারি আসে ভারত সরকারের উপহার দেয়া একই কোম্পানির ২০ লাখ টিকা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh