নাসিরের স্ত্রী তামিমার সাবেক স্বামীর আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২২ পিএম

বিয়ে ও ডিভোর্সের রেজিস্ট্রেশন ছবিসহ ডিজিটালাইজ করার পদক্ষেপ নিতে সরকারের তিন সচিবকে আইনি নোটিশ দেয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

একটি বেসরকারি সংস্থার সেক্রেটারি এবং তিন ব্যক্তির পক্ষে সোমবার (২২ ফেব্রুয়ারি) আইন সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

নোটিশদাতারা হলেন- মাগুরার শালিখা উপজেলার বদরুদ্দিন মন্ডলের ছেলে মো. সোহাগ হোসেন, উত্তরা মডেল টাউনের ৫ নম্বর সেক্টরের মো. নজরুল বিশ্বাসের ছেলে মো. রাকিব হাসান, নোয়াখালী সদরের আমির হোসেনের ছেলে মো. কামরুল হাসান এবং এইড ফর ম্যান ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির সেক্রেটারি সাইফুল ইসলাম।

এর মধ্যে রাকিব হাসান সদ্য বিয়ে করা ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তামির আগের স্বামী।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান এ নোটিশ পাঠান।

নোটিশের তথ্যমতে, বিবাহ ও ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটালি না হওয়ায় ভুক্তভোগীরা অসংখ্য মামলায় জড়াচ্ছেন। তাই ছবিসহ ওয়েবসাইটে বিবাহ ও ডিভোর্সের রেজিস্ট্রেশন করা থাকলে যেকোনো পক্ষ বিয়ের আগে তা দেখে নিতে পারেন। আর কমবে মামলার সংখ্যাও।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh