১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩১ পিএম

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে সিঙ্গাপুর। এছাড়া রোমানিয়া দুই হাজার শ্রমিক নিতে পারে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী বলেন, ‘আজকে একটি সুখবর পেলাম। কভিড পরিস্থিতির মধ্যে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা ফেরত এসেছে, কিন্তু এর মধ্যে সিঙ্গাপুর আমাদের জানিয়েছে, তারা এখান থেকে ১০ হাজার শ্রমিক নেবে।’

কোন কোন খাতে লোক নেবে জানতে চাইলে তিনি বলেন, ‘বিভিন্ন খাতে তারা লোক নেবে।’

মোমেন বলেন, ‘রোমানিয়ায় আমরা নতুন মিশন খুলেছি এবং সেখান থেকে আমাদের জানিয়েছে, তাদের হালাল খাবার ফ্যাক্টরিতে কিছু লোক নিয়োগ দিতে চায় ওই দেশ। সেখানে হয়তো দুই হাজার বাংলাদেশির কর্মসংস্থান হতে পারে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh