অচিরেই সব রায় বাংলায়: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৩ পিএম

অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ।

আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রাদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, গত ডিসেম্বরে আমরা একটি সফটওয়্যারের ব্যবহার শুরু করেছি। ফলে সুপ্রিম কোর্টের সকল রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে। এই রূপান্তর কাজ শেষ হলে আমরা আরো গুছিয়ে নেবো।

তিনি বলেন, অচিরেই সুপ্রিম কোর্টের রায় বাংলায় দেয়া হবে। যার জন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে এরমধ্যে একটি অনুবাদ সেল গঠন করেছি। এই অনুবাদ সেট তাদের কাজ শুরু করেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের দুই বিভাগের আইনজীবীরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh