একুশের ভোরে বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৭ এএম

বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের তাৎক্ষণিক পরিচয় মেলেনি।

বগুড়া শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, ভোরে শেরপুর উপজেলা শহরের কলেজগেট এলাকায় ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে আসা এসআর পরিবহনের একটি বাস ও ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চারজন ও ট্রাকের দুইজন নিহত হয়েছেন। 

তিনি বলেন, আহত হয়েছে আরো ১৫ জন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক মহাসড়কের মধ্যে উল্টে পড়ে থাকার কারণে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের উভয়পাশে অসংখ্য যানবাহন আটকে তিন কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্ধার অভিযান চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh