সিলেবাসের নামে বাণিজ্যি

লুত্ফর রহমান লাভলু শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫১ এএম

শিক্ষা মন্ত্রণালয় গত ৪-২-২০২১ তারিখে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে। এর মধ্যে শুরু হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসের নামে বাণিজ্য! যার প্রভাব বিভাগীয় শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই সুযোগে অনেক অসাধু শিক্ষক, কোচিং সেন্টার, বিভিন্ন প্রকাশনী সংক্ষিপ্ত সিলেবাসের নামে বই, সাজেশন, হ্যান্ডনোটের জন্য নিচ্ছে অনেক টাকা। যার বিরূপ প্রভাব যেমন পড়ছে শিক্ষাব্যবস্থার ওপর, তেমনি পড়ছে দরিদ্র শিক্ষার্থীদের ওপর। করোনার ফলে যেখানে ভেঙে পড়েছে আর্থিক অবস্থা, নেই কাজের পর্যাপ্ত সুযোগ। সেই জায়গায় প্রচুর টাকা লাগছে ছেলেমেয়েদের পড়ালেখায়। প্রশাসনের উচিত, এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া। অর্থাৎ সিলেবাসের নামে বাণিজ্য বন্ধ হোক।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh