গ্যাস ব্যবহারে সচেতন হোন

মো. আবদিম মুনিব শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৫ এএম

আমাদের দৈনন্দিন নানা প্রয়োজনে গ্যাসের ব্যবহার লক্ষণীয় হারে বেড়েছে। বাসাবাড়িতে, হোটেল-রেস্তোরাঁয়, সিএনজিচালিত গাড়িসহ বিভিন্ন কাজে আমরা গ্যাস ব্যবহার করে থাকি। শীতকালে আরো বেড়েছে গ্যাসের চাহিদা। সহজেই এর মাধ্যমে রান্নার কাজ করা যায়, যে কারণে গ্রামাঞ্চলের মানুষও গ্যাস ব্যবহার করছে। তবে ঠিকভাবে গ্যাসের ব্যবহারবিধি না জানার কারণে প্রয়াসই ঘটে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। অকালে ঝরে পড়ে তরতাজা প্রাণ। পুড়ে যায় বাড়িঘর, অফিস, কলকারখানা। কেউবা আবার বিকালাঙ্গ হয়ে যায়। তাই গ্যাস ব্যবহারে সতর্ক হতে হবে। বিশেষভাবে গ্যাসের চুলা ব্যবহারের পর সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া, তাপমুক্ত স্থানে গ্যাসের সিলিন্ডার বসানো, রান্নার সময় দরজা-জানালা খুলে রাখা, চুলার ওপরে জামা-কাপড় শুকাতে না দেয়া, পাইপ ও রেগুলেটর নিয়মিত চেক করা, চুলার পাশে ম্যাচ কিংবা দিয়াশলাই না রাখা, গ্যাস লিক হলে দ্রুত বৈদ্যুতিক মেইন সুইচ অফ করে দেয়া এবং নিকটস্থ মিস্ত্রীকে ডাকা, আর কখনোই সিলিন্ডার উঁচুতে না রাখা যেখান থেকে পড়ে যেতে পারে। আর শিশুদের গ্যাসের চুলা থেকে দূরে রাখতে হবে। সবার সচেতনতাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ করতে পারে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh