পৃথকীকরণ

কবির বকুল

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৯ পিএম | আপডেট: ০৮ জুলাই ২০২১, ০৪:১২ পিএম

কি এক অদ্ভুত অন্ধকার ছুঁয়েছে চারপাশ

হারিয়েছি অসতর্ক স্তব্ধতায় প্রিয় যা কিছু

বর্ণহীন মৃত্যু যেন ছুটে আসছে আকস্মিক, হঠাৎ

সময়ের উঠোনে শুয়ে থাকা দিন বদলেছে শয্যা।


কত দিন গত হলো জোনাকির মতো স্বপ্নরা

নামছে না আর রাতচোখের পৃথিবীতে

হৃদয় আকাশে আর ভালোবাসা করে না খেলা 

জীবনটা থমকে গেছে অন্য ব্যাকরণে।


নিশ্চয়ই একদিন ভাঙবে এই শূন্যতা

একদিন আবার হাঁটব মুক্ত আলোয়

একদিন জলে পড়বে আমার ছায়া

অপেক্ষাটা দীর্ঘ থেকে হয় দীর্ঘতর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh