হিমেল বরকত কবিতা পুরস্কার পেলেন মোস্তফা হামেদী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৬ পিএম

হিমেল বরকত কবিতা পুরস্কার ২০২০ পেলেন কবি মোস্তফা হামেদী। সহজিয়া ওয়েব ম্যাগাজিনের উদ্যোগ ও আয়োজনে রবিবার ঘোষণা করা হয় হিমেল বরকত কবিতা পুরস্কার ২০২০।

প্রয়াত কবি হিমেল বরকত স্মরণে এ বছরই প্রথম এ পুরস্কার প্রদান করা হচ্ছে। এ লক্ষ্যে গত ২০২০ সালে প্রকাশিত একটি কবিতার বইকে পুরস্কৃত করা হয়েছে। শেমিজের ফুলগুলি বইয়ের জন্য হিমেল বরকত কবিতা পুরস্কার ২০২০ পেয়েছেন কবি মোস্তফা হামেদী।

পুরস্কার প্রদানের জন্য গঠিত নির্বাচক-মণ্ডলির সদস্য হিসেবে কাজ করেছেন কবি ও কথাসাহিত্যিক রায়হান রাইন, কবি জফির সেতু এবং প্রাবন্ধিক ও অধ্যাপক মোহাম্মদ আজম।

তাঁদের মতে, প্রকৃতির প্রতি মুগ্ধ ও নীরব মগ্নতা, মৌলিক উপস্থাপন ভঙ্গিমা, শৈলীগত নিরীক্ষা ও নিজস্বতাসমেত স্বতন্ত্র একটি কাব্যভাষা নিয়ে হাজির হয়েছে শেমিজের ফুলগুলি। এ কারণে নির্বাচক-মণ্ডলি মোস্তফা হামেদীকে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

পুরস্কারের অর্থমূল্য পঁচিশ হাজার টাকা। এছাড়া পুরস্কৃত কবিকে পুরস্কারের স্মারকচিহ্ন বা মেমেন্টো এবং শংসাপত্র প্রদান করা হবে।

আনুষ্ঠানিকভাবে এ পুরস্কারের প্রদান করা হবে কবি হিমেল বরকতের জন্মদিনে- ২৭ জুলাই ২০২১ তারিখে।-বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh