দেশের জল-স্থলভাগের আয়তনের সুনির্দিষ্ট তথ্য নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ০৩:১৬ পিএম | আপডেট: ৩১ জানুয়ারি ২০২১, ০৩:১৭ পিএম

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

দেশের জলভাগ ও স্থলভাগের আয়তন সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

আজ রবিবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে তিনি একথা জানান।

ক্ষমতাসীন দলের এমপি এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে বা অন্য কোনো সরকারি সংস্থার কাছ থেকে সুনির্দিষ্টভাবে জলভাগ ও স্থলভাগের আয়তন সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, দেশের জনগণের কল্যাণে কৃষিজমি, বনভূমি ও জলাভূমি সংরক্ষণের জন্য ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মোজাফফর হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ব্যক্তি ও পরিবারভিত্তিক কৃষিজমির মোট পরিমাণ ৮.২৫ একর বা ২৫ বিঘা পর্যন্ত হলে কোনো ভূমি উন্নয়ন কর দিতে হবে না। এই ছাড়ের আওতায় আখ চাষ, লবণ চাষের জমি ও কৃষকের পুকুর (বাণিজ্যিক মৎস্য চাষ ব্যতীত) অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরো বলেন, ভূমি উন্নয়ন কর মওকুফের আওতাধীন কৃষি জমির সংশ্লিষ্ট প্রতিটি হোল্ডিংয়ের জন্য আবশ্যিকভাবে বার্ষিক ১০ টাকা হারে আদায় করতে হবে।

সংরক্ষিত আসনের মনিরা সুলতানার প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, বর্তমানে বনের পরিমাণ সারা দেশের ভূমির ১৪.১০ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh