৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ০৬:০৯ পিএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১, ০৭:০৩ পিএম

সরকারি চাকরিতে নিয়োগে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৯৬৪ জন।

আজ বুধবার (২৭ জানুয়ারি) পিএসসির এক সভায় এ ফলাফল প্রকাশ করা হয়। 

আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা। এই বিসিএসের প্রিলিমিনারির জন্য ৪ লাখ ১০ হাজার ৯৬৩ জন প্রার্থী আবেদন করলেও তাদের মধ্যে ৩ লাখ ২৭ হাজার ৫২৫ জন পরীক্ষায় অংশ নেন। আর লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছিলেন ২০ হাজার ২৭৭ জন।

এক হাজার ৯০৩টি পদে নিয়োগ দিতে গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

ফলাফল দেখতে ক্লিক করুন:

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh