আইসিসির সেরা দশে মিরাজ-মোস্তাফিজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ০৪:২৫ পিএম

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বিশ্বকাপ সুপার লিগে পূর্ণ ত্রিশ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ জয়ের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন টাইগাররা। সদ্য প্রকাশিত আইসিসির বোলিং র‍্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

বোলিং র‍্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে থেকে সিরিজ শুরু করা মিরাজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেট নিয়েছেন। এই সুবাদে ৬৯৪ র‍্যাটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ৪ নম্বরে অবস্থান করছেন তিনি। অন্যদিকে, সিরিজে ৬ উইকেট নেয়া মোস্তাফিজ ১১ ধাপ এগিয়ে ৮ নম্বরে অবস্থান করছেন।  

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রত্যাবর্তনী সিরিজে তিন ম্যাচে ৬ উইকেট নিয়েছেন। ১৫ ধাপ এগিয়ে বর্তমানে তার অবস্থান ১৩ নম্বরে।এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন তিন ধাপ এগিয়ে ৪৩ নম্বরে অবস্থান করছেন।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে টাইগারদের। অধিনায়ক তামিম ইকবাল এক ধাপ এগিয়ে ২২, মাহমুদউল্লাহ রিয়াদ পাঁচ এগিয়ে ৪৯ ও মুশফিকুর রহিম এক ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন ১৫ নম্বরে।


আইসিসি ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিং

১। ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭২২ রেটিং

২। মুজিব উর রহমান (আফগানিস্তান) - ৭০৮ রেটিং

৩। জাসপ্রিত বুমরাহ (ভারত) - ৭০০ রেটিং

৪। মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) - ৬৯৪ রেটিং

৫। ক্রিস ওকস (ইংল্যান্ড) - ৬৭৫ রেটিং

৬। কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) - ৬৬৫ রেটিং

৭। জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া) - ৬৬০ রেটিং

৮। মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) - ৬৫৮ রেটিং

৯। মোহাম্মদ আমির (পাকিস্তান) - ৬৪৭ রেটিং

১০। প্যাট কামিনস (অস্ট্রেলিয়া) - ৬৪৬ রেটিং

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh