সিরাজগঞ্জে জয়ী কাউন্সিলর প্রার্থী ছুরিকাঘাতে নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ১০:৪৭ পিএম

সিরাজগঞ্জ পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এক সংঘর্ষে কাউন্সিলর বিজয়ী প্রার্থী তরিকুল ইসলাম খান (৫৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

তিনি ৬নং ওয়ার্ডের নতুন ভাঙ্গবাড়ি মহল্লার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। এ নির্মম হত্যাকাণ্ড নিয়ে এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ওই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী (ডালিম প্রতীক) বেসরকারিভাবে বিজয় হয়েছেন। এ সংবাদে তার সমর্থকরা সন্ধ্যায় এলাকায় একটি মিছিল বের করে।

এ সময় এক পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ওই মিছিলে হামলা চালায়। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং তরিকুলকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে এ হত্যার প্রতিবাদে নিহত তরিকুলের সমর্থকরা রাতেই এলাকায় বিক্ষোভ করেছে। এ হত্যার পর ওই পরাজিত প্রার্থীসহ তার সমর্থকরা গ্রেফতার ও হামলা এড়াতে এলাকা ছেড়ে পালিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh