রাজশাহীতে দুটিতে আ.লীগ, একটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০৮:১১ পিএম

ছবি: বাম থেকে একেএম আতাউর রহমান খান, আব্দুল মালেক মন্ডল ও মুক্তার হোসেন।

ছবি: বাম থেকে একেএম আতাউর রহমান খান, আব্দুল মালেক মন্ডল ও মুক্তার হোসেন।

রাজশাহীর তিন পৌরসভার মধ্যে দুটিতে আওয়ামী লীগ ও একটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে কেন্দ্র থেকে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় ৫৯০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার হোসেন। তার নিকটতম আওয়ামী লীগের দলীয় প্রার্থী শহিদুজ্জামান শহিদ পেয়েছেন ৪৩১৯ ভোট।

এদিকে, বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় ৭৩৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালেক মন্ডল। তার নিকটতম বিদ্রোহী প্রার্থী মামুনুর রশীদ পেয়েছেন ২৬৯৯ ভোট। এছাড়া ধানের শীষ প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ১০৯৬ ভোট।

অন্যদিকে, গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী একেএম আতাউর রহমান খান ৫৫৮৫ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ধানের শীষের প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ৫১২২ ভোট।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh