বীরগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০৭:৫৬ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২১, ০৮:১২ পিএম

দ্বিতীয় ধাপে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার নির্বাচনে বর্তমান মেয়র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোশারফ হোসেন বাবুল পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দিনাজপুর জেলা আওয়ামী লীগ পৌর সভাপতির পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোশারফ হোসেন বাবুল মোবাইল প্রতীক নিয়ে ৩ হাজার ৯৯৩ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি এর আগেও উপ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ৪৭ ভোটে পরাজিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৪৬ ভোট।

এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হানিফ ২ হাজার ৯০০, বিএনপি প্রার্থী মো. মোকারম হোসেন ৯৯৮ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ আলম ২৬৬ ভোট পেয়েছেন।

১৫ হাজার ৫৪৫ জন ভোটারের মধ্যে ১২ হাজার ১২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট বাতিল হয়েছে ২৪টি।

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম ফলাফল নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh