টি-টেন লিগে খেলার অনুমতি পেলেন নাসির

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০৯:১২ এএম

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টেন লিগের চতুর্থ আসরে খেলতে যাচ্ছেন নাসির হোসেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এই টাইগার অলরাউন্ডারের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

চোট আর ফর্মহীনতা সাম্প্রতিক সময়ে বেশ ভুগিয়েছে নাসিরকে। খেলতে পারেননি বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও। তবে টি-টেনের নিলামে দল পান বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটার। ড্রাফট থেকে নাসিরকে দলে নেয় পুনে ডেভিলস। 

প্লেয়ার্স ড্রাফটের অষ্টম রাউন্ডে ‘সি’ ক্যাটাগরি থেকে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে দলটি। বাংলাদেশি মালিকানাধীন বাংলা টাইগার্সও তাকে দলে পেতে আগ্রহ প্রকাশ করে।

নাসিরের আগে এনওসি পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী হাসান। টুর্নামেন্টে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন এ দু’জন। এর আগে মারাঠা অ্যারাবিয়ান্সের মুক্তার আলীও অনাপত্তিপত্র পান। মুক্তারের পাশাপাশি মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহমেদকে দলে ভেড়ায় মারাঠা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকায় তাদের অনাপত্তিপত্র পাওয়ার সম্ভাবনা নেই। আগামী ২৮ই জানুয়ারি শুরু হবে টি-টেন লিগ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh