জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ দিবে ১৪টি পদে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ০১:১৪ পিএম

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৪টি পদে মোট ৭০৯ জনকে নিয়োগ দিবে মন্ত্রণালয়টি। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম : গাড়ি চালক, মেকানিক, স্পিটবোট চালক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষরিক, হিসাব সহকারী, টাইম কিপার, ক্রয় সহকারী, ডেসপাচ রাইডার, স্টোর ম্যানিয়েল, ক্লিনার / হেলপার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী।

পদ-সংখ্যা : মোট ৭০৯ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা এইচএসসি/ এসএসসি/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটারে দক্ষতা ও কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন-ভাতা : বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://dgt.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ : আগামী ১১ ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh