আ.লীগের আইনবিষয়ক উপ-কমিটির সদস্য হলেন ব্যারিস্টার কফিল

ইমরান সোহেল, চট্টগ্রাম

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ০৯:৪৫ এএম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, চান্দগাঁও চট্টগ্রামের সন্তান, ব্যারিস্টার এসএম কফিল উদ্দীন আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

গত ২৭ ডিসেম্বর রোববার বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী মো. নজিবুল্লাহ হিরু ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষর করে চূড়ান্ত উপ-কমিটির অনুমোদন দেন। 

এছাড়াও ব্যারিস্টার এসএম কফিল উদ্দিন বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল অ্যাডভাইজর হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ার পর ব্যারিস্টার কফিল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ওপর আস্থা রেখে যে দায়িত্ব প্রদান করেছেন, তা তিনি যথাযথভাবে পালন করবেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh