দুই মামলায় জামিন পেলেন ইরফান সেলিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১, ০২:৪৯ পিএম

মাদকদ্রব্য এবং বেআইনিভাবে ওয়াকিটকি রাখার দায়ে দুই মামলায় জামিন পেলেনে পুরান ঢাকার দাপুটে সংসদ সদস্য (আসন-৭) হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে আদালতে তার জামিন আবেদন করা হলে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী প্রাণনাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অবৈধভাবে ওয়াকিটকি রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড দেন ইরফান সেলিমকে। ওইদিন মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় আরো একবছর কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এই ২ মামলায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত।’

এর আগে গতকাল সোমবার (৪ জানুয়ারি) আদালতে রাজধানীর চকবাজার থানার মাদক ও অস্ত্র মামলা থেকে ইরফান সেলিমকে অব্যাহতির আবেদন করে পুলিশ। ইরফানের অস্ত্র ও মাদক এই দুই মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh