ফাইজার-বায়োএনটেকের টিকা ইইউর অনুমোদন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৯:৪৭ এএম

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেকের করোনাভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে। 

গতকাল সোমবার (২১ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এ অনুমোদন দেয়। এরফলে মাসের শেষের দিক থেকেই করোনার টিকা দেয়া শুরু করতে পারবে ইউরোপের দেশগুলো।    

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ বেশ বড় আকারেই ধাক্কা দিয়েছে। জার্মানিসহ বিভিন্ন দেশ আবারো লকডাউনের মতো সিদ্ধান্ত নিতেও বাধ্য হয়েছে। ফলে দীর্ঘদিন ধরেই টিকার অনুমোদনের জন্য অপেক্ষা করছিল দেশগুলো। 

এদিকে জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকটিকা উৎপাদন করলেও অনুমোদন না পাওয়ায় জার্মানিতেই এতদিন শুরু করা যায়নি টিকাদান। তবে আগে থেকেই বিভিন্ন দেশ টিকা দেয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। ফলে ইইউয়ের প্রায় ৪৫ কোটি মানুষের কাছে টিকা পৌঁছে দেয়ার ক্ষেত্রে আরো এক ধাপ আগানো গেল।

ইইউ ওষুধ নিয়ন্ত্রক সংস্থার প্রধান এমের কুক বলেন, আমি আনন্দিত যে, ইইমএ’র বৈজ্ঞানিক কমিটি আজ বৈঠক করেছে। তারা ইইউতে তারা টিকাটির শর্তসাপেক্ষে বাজারজাতকরণের সুপারিশ করেছে। এর আওতায় থাকবে ইইউভুক্ত ২৭টি দেশ।

এখন ইউরোপীয় কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দিলেই ইইউয়ের দেশগুলো টিকা দেয়া শুরু করতে পারবে। অনুমোদনের পাওয়ার আগে থেকেই ২৭ ডিসেম্বর থেকে টিকা দেয়ার ঘোষণা দিয়ে রেখেছিল জার্মানি।

বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদন দিয়েছিল ইউরোপেরই দেশ ব্রিটেন। পরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের অনুমতি পেয়েছে। এরইমধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে টিকাটির প্রয়োগ শুরু হয়েছে। -ডয়চে ভেলে

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh