রাতে মুখোমুখি মেসি-রোনালদো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৪:৩৮ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো স্পেনে থাকাকালীন মেসির সাথে নিয়মিত দ্বৈরথে মুখোমুখি হতেন। কিন্তু আড়াই বছর আগে ইতালিতে পাড়ি দেয়ায় রোনালদো-মেসি দ্বৈরথ যেন অমাবস্যার চাঁদে পরিণত হয়েছে। চলতি আসরের চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের প্রথম লেগে মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের। তবে রোনালদো করোনায় আক্রান্ত হওয়ায় সে যাত্রায় হয়নি তাদের দ্বৈরথ। কিন্তু মঙ্গলবার দিনগত রাত ২টায় বার্সেলোনা-জুভেন্টাস লড়াইয়েই দেখা মিলছে মেসি-রোনালদোর দ্বৈরথ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।

গ্রুপ পর্বে দলীয় পারফরম্যান্সের কথা বিবেচনায় নিলে এগিয়ে আছে মেসির দলই। অক্টোবরে দুজনের মুখোমুখি হওয়ার কথা থাকলেও করোনায় সেই ম্যাচে খেলতে পারেননি পর্তুগিজ যুবরাজ। পেনাল্টি থেকে মেসির এক গোলে ওই ম্যাচ ঠিকই ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বার্সা। আজ সেই ম্যাচের প্রতিশোধ নেয়ার সুযোগ থাকছে রোনালদোর। একই সঙ্গে তাদের লড়াইয়ের ওপরই নির্ভর করছে, গ্রুপ সেরা হচ্ছে কারা। তবে দুটি দলই নকআউট নিশ্চিত করায় সবার চোখ থাকবে মেসি-রোনালদোর ব্যক্তিগত লড়াইয়ের দিকেই। 

দুই বিশ্বসেরার মুখোমুখি হওয়ার দিনে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে নামছে পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিপজিগ। এইচ গ্রুপে ম্যানইউ, পিএসজি, লিপজিগের সমান ৯ পয়েন্ট। ফলে তিনটি দলেরই নকআউটে যাওয়ার সুযোগ থাকছে।

বাসাকশেহিরের বিপক্ষে পিএসজি জিতলে শেষ ষোলোতে কোয়ালিফাই করবে কিন্তু হেরে গেলে ‍সেক্ষেত্রে সুযোগ থাকবে ম্যানইউ-লিপজিগের। তারা ড্র করলেই এক সঙ্গে নিশ্চিত করবে নকআউট। পিএসজি-বাসাকশেহিরের ম্যাচটি রাত ২টায় দেখাবে সনি টেন-৩। একই সময়ে লিপজিগ-ম্যানইউর ম্যাচটি সম্প্রচার করবে সনি টেন-১।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh