গার্ডিয়ান লাইফের ব্যবসা সম্প্রসারণের এক নতুন অধ্যায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ০৩:৪৬ পিএম

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড তাদের ব্যবসা প্রসারের অংশ হিসেবে সম্প্রতি আরো পাঁচটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা যথাক্রমে বুড়িচং, চাঁদপুর, সীতাকুণ্ড, ঝিনাইদহ এবং শাহজাদপুর এ নতুন অফিস উদ্বোধন করেছে। এরই অংশ হিসেবে প্রতিটি অফিসে উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।  

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাহমুদুর রহমান খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ রিটেইল বিজনেজ; মো. শফিউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট, এডমিন ও প্রকিউরমেন্ট; মো. আমিনুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ব্রাঞ্চ সার্ভিস এবং রিজিওনাল ও ব্রাঞ্চ পর্যায়ের ম্যানেজার ও কর্মীগণ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh