পররাষ্ট্রমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা ভুটানের প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৩:২২ পিএম

ড. লোটে শেরিং ও ড. একে আব্দুল মোমেন

ড. লোটে শেরিং ও ড. একে আব্দুল মোমেন

করোনাভাইরাসে আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং।

আজ শনিবার (২৮ নভেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী ড. মোমেনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বার্তায় যথাযথ চিকিৎসার মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দ্রুত আরোগ্য লাভ করে তার দায়িত্ব পুনরায় শুরু করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ড. লোটে শেরিং।

ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. টান্ডি দর্জিও পৃথক এক বার্তায় ড. মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এছাড়া ভুটানের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে লেখা এক বার্তায় তার দ্রুত আরোগ্য কামনা করেন।

এর আগে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। -ইউএনবি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh