পাঁচ হাজার রানের মাইলফলকে সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০২:৫৪ পিএম

টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। যা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সাড়ে ৩০০ উইকেট ও পাঁচ হাজার রান তোলার রেকর্ড গড়লেন তিনি।

সাকিবের আগে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ডান হাতি এই পেস অলরাউন্ডার ৪৭১ ম্যাচ খেলে ৫১২ উইকেট ও রান তুলেছেন ৬ হাজার ৩১।

শনিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে ওপেন করতে নামেন। গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ৭ বলে মাত্র তিন রান করলেও ফিরে যাবার আগে পাঁচ হাজার তুলে নেন।

তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে এই মাইলফলক ছুলেন তিনি।

এদিকে বিশ্বের ৬৫ নম্বর ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজার রান করার কীর্তি গড়ছেন সাকিব।

বাংলাদেশীদের মধ্যে তামিম করেছেন ২০৯ টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক পাঁচ হাজার ৮৪৯ রান। সাকিব এই মাইলফলক গড়লেন ৩১১তম ম্যাচে।

এদিকে প্রতিবেদনটি প্রকাশ করা পর্যন্ত সাকিবের দল ফিল্ডিং করতে নামেনি। তার আগ পর্যন্ত সাকিবের উইকেট সংখ্যা ৩৫৫টি। বিশ্ব ক্রিকেটে ষষ্ঠতম স্থানে রয়েছেন তিনি।

ডোয়াইন ব্রাভো ছাড়াও সেরা উইকেট শিকারির তালিকায় সাকিবের আগে রয়েছেন লাসিথ মালিঙ্গা (৩৯০), সুনীল নারিন (৩৯০), ইমরান তাহির (৩৮২) ও সোহাইল তানভীর (৩৬৮)।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh