গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০১:৫৬ পিএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২০, ০২:৪৮ পিএম

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত ও আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সনজিৎ ধর (৪০), টুঙ্গিপাড়া উপজেলার জগ ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্ত্তনীয়া (৩২) ও নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যানচালক আকামুদ্দিন মোল্লা (৫০)। বাকি একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস ঘটনাস্থলে একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়িতে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হয় ও ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুঙ্গীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh