নিউইয়র্কে ‘করোনা হিরো’ সম্মাননা পেলেন শহীদুল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ১১:১৫ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘করোনা হিরো’ সম্মাননা পেয়েছেন শাহ শহীদুল হক (সাঈদ) নামে আরো এক প্রবাসী বাংলাদেশি। 

তিনি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট। গত মার্চে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ শুরু পর থেকে নিউইয়র্ক শহরের কুইন্সের জ্যামাইকা, জ্যাকসন হাইটস সিটিতে নিরলসভাবে কাজ করায় বিভিন্ন সংস্থা থেকে তাকে এ সম্মাননা দেয়া হয়।

এখন পর্যন্ত প্রায় ডজনখানেক অ্যাওয়ার্ড, প্রোক্লেমেশন, সাইটেশন, সার্টিফিকেট অব অনার পেয়েছেন শহীদুল হক। সর্বশেষ অ্যাওয়ার্ড অব চ্যাম্পিয়ন কভিড-১৯ সম্মানে ভূষিত হলেন তিনি।

এ সম্মাননা দিয়েছেন নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক-১৯ এর অ্যাসেম্বলি ওমেন মিস ক্যাটলিনা ক্রুজ। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh