মুন্সীগঞ্জে পোল্ট্রি ফিডের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ১০:০১ পিএম

মুন্সীগঞ্জে পোল্ট্রি ফিডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করে মুন্সীগঞ্জ পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতি।

মুন্সীগঞ্জ পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির আহ্বায়ক আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে বক্তারা সম্ভাবনাময় এ শিল্পকে রক্ষায় দফায় দফায় পোল্ট্রি ফিডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে।
অবিলম্বে দফায় দফায় ফিডের মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান পূর্বক ফিড কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মহামারি করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত খামারীদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা।

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন- মুন্সীগঞ্জ পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির সদস্য আব্দুল মতিন, শরীফ মাদবর, সাবেক সভাপতি হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মেম্বার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh