স্ত্রী-সন্তান হত্যা: ১৪ বছর পর আসামি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ০৬:২০ পিএম

বাগেরহাটে স্ত্রী ও একমাত্র সন্তানকে হত্যার ১৪ বছর পরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মুহিত হোসেন শেখকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে মুহিতকে গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ। পরে দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করলে মুহিতকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক মোহা. গাজী রহমান।

গ্রেফতার মুহিত হোসেন কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের মৃত হাশেম শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পরকিয়ায় বাঁধা দেয়ার অপরাধে ২০০৬ সালের ১৪ অক্টোবর রাতে মারধরের পরে শ্বাস রোধ করে স্ত্রী শাফি বেগমকে হত্যা করে মুহিত হোসেন শেখ। পরে হত্যার শিকার শাফি বেগমের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলা থেকে বাঁচতে ও অন্যের ঘারে দোষ চাপাতে তিন মাস পরে ভাতের সাথে বিষ মিশিয়ে নিজের একমাত্র ৭ বছর বয়সী কন্যা সন্তান শিরিনকে হত্যা করে মুহিত। মামলার তদন্তকারী কর্মকর্তার চার্জশিট ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে ২০১২ সালে আদালত মুহিতের ফাঁসির আদেশ দেন। হত্যার পর থেকে মুহিত পলাতক ছিলো।

কচুয়া থানার এএসআই মো. অলিয়ার রহমান বলেন, মুহিত শেখ দীর্ঘ দিন ধরে খুলনার আইসগাতিসহ বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলো। সে সেখানে একটি বিয়েও করে আত্ম গোপনে ছিলো। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাটাখালী এলাকা থেকে মুহিতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh