দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০২:৫৯ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার মেরিন ড্রাইভ সড়কের বাইল্যাখালী এলাকা থেকে দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে  মো. মিজান নামে ওই ব্যক্তিকে আটক করে র‌্যাব-১৫।

মিজান কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের মো. আমিনের ছেলে। তিনি দীর্ঘদিন কৌশলে ইয়াবা পাচার করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে স্বীকার করেছেন।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কিছু মাদক কারবারী উখিয়ার জালিয়াপালংস্থ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ছোট বাইল্যাখালী ব্রিজের ওপর ইয়াবা কেনা-বেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবরে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। 

তিনি বলেন, এসময় ইয়াবাসহ মো. মিজান নামের রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা বস্তা থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh