হলুদাভ লাল

বদরুজ্জামান আলমগীর

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ০২:৩৬ পিএম

আমরা গাঁওকে গ্রাম, গ্রাম থেকে বাজার, বাজার পেরিয়ে শহর, শহর ডিঙিয়ে নগর, নগর ফেলে মেট্রোপলিটন সিটি ও দুনিয়ার চৌকাঠ পিছনে ফেলতে ফেলতে এতোটাই উপরে নামতে থাকি যে, এভারেস্ট পার হয়ে তারাদের মহল্লায় চলে যাই; পাশে দেখি উড়তে থাকে ভুবনচিল, উপরে ফুটে আছে তারাদের হলুদাভ লাল সরিষাফুল- আমরা আর ক্ষেতের কিনারে ফিরে আসতে পারি না- কেননা এতো উপরে মই থাকে না, আবার পাখা না থাকায় উড়তেও পারি না- তারার সঙ্গে জ্বলতে অপারগ- যেহেতু আগুন সাথে নেবার কথা ভাবিনি, আবার দরকারি শ্বাস নিতে হাঁসফাঁস করি- কারণ এতো উঁচুতে প্রমাণ পরিমাণ অক্সিজেন নেই।

ইচ্ছা করে- এবার তাহলে একটু দুঃখ পাই, কিন্তু দেখি- শরীর মন দুটোই এলিকো'র ইনসিউরেন্সের বীমায় সুরক্ষিত; ফলে দুঃখ পাওয়া বারণ। মন বলে, ঠিকাছে- তাহলে একটু আনন্দ করি- কিন্তু পরক্ষণেই বুঝতে পারি- আনন্দ ভাগাভাগি করতে অন্তত দুইজন মানুষ লাগে!

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh