হোয়াটসঅ্যাপে কেনা-বেচা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ১১:৫৪ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২০, ০১:০৩ পিএম

এবার হোয়াটসঅ্যাপে করা যাবে কেনা-বেচা।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে বিজনেস ব্যবহার করে চ্যাট থেকেই সরাসরি যেকোনো জিনিস বিক্রি করতে পারবেন এমন ফিচার যুক্ত হয়েছে।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছে, বিজনেসের সঙ্গে সব মেসেজ ফেসবুকের হোস্টিং ব্যবহার করা হবে। অনেক চিন্তা-ভাবনার পরেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজনেস অ্যাকাউন্ট থেকে নোটিফিকেশন মেসেজ পাঠানোর জন্য পৃথক টাকা নেয় ফেসবুক। এবার হোয়াটসঅ্যাপ থেকে ব্যবসায়ীরা বিক্রি শুরু করলে এ অ্যাপের মাধ্যমেও আয় করতে পারবে জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম।

এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের সব চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকে। ফেসবুকের হোস্টিং ব্যবহার হলে ব্যবসায়ীরা গ্রাহকদের মেসেজ পাঠাতে পারবেন না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সার্ভিং প্রোভাইডারের মতো এসব ব্যবসায়ীদের হোস্টিং সার্ভিস দেবে ফেসবুক।

প্রতিদিন হোয়াটসঅ্যাপে গড়ে প্রায় ১ হাজার কোটির বেশি মেসেজ পাঠানো হয়। হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের অন্যান্য অ্যাপগুলো দিনে ২৫০ কোটির বেশি ব্যবহার হয়ে থাকে। নতুন এ ফিচারের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা লাভবান হবে বলে মনে করে হোয়াটসঅ্যাপ।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh