মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মাদারিপুর শাখা স্থানান্তর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৩:৪৬ পিএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) সম্প্রতি মাদারিপুর শাখা শহরের পুরান বাজারে অবস্থিত মেলবোর্ন প্লাজায় স্থানান্তরিত করেছে। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সদ্য স্থানান্তরিত শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খান ও মাদারিপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সালাম, মাদারিপুর চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হাফিজুর রহমান খান, সোনালি ব্যাংক লিমিটেডের প্রিন্সিপ্যাল অফিসার ডিজিএম জাহিদুল ইসলাম মোল্লাসহ মাদারিপুর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, এমটিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh