দেশ-গায়ের রং ভুলে মেয়েদের এগিয়ে যেতে বললেন জেনিফার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ১২:১৯ পিএম

জেনিফার লোপেজ

জেনিফার লোপেজ

দেশ বা গায়ের রংয়ের কথা ভুলে গিয়ে নিজের কাজের মধ্য দিয়ে বিশ্বের সব মেয়েকে এগিয়ে যাওয়ার আহ্বান জানালেন জনপ্রিয় গায়িকা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী জেনিফার লোপেজ।

গত রবিবার (১৫ নভেম্বর) ৪৬তম পিপলস চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা বলেন তিনি।

‘আপনি যেখান থেকেই আসেন না কেন, গায়ের রং যেমনই হোক, যে বয়সেরই আপনি হয়ে থাকেন, সেটা বড় কথা নয়। নিজেকে নিয়ে গর্বিত হতে হবে,’ এভাবেই সব মেয়েকে এগিয়ে যেতে উৎসাহিত করলেন জেনিফার। 

সেলিব্রিটি পোর্টাল পিপল আয়োজিত অনুষ্ঠানে জেনিফার বর্ষসেরা আইকন নির্বাচিত হয়েছেন।


এসময় ৫১ বছর বয়সি জনপ্রিয় এই শিল্পী মেয়েদের উদ্দেশে বলেন, আপনি কী চান, সেটা মনে রাখতে হবে, কাজকে বেশি গুরুত্ব দিতে হবে, তবেই এগিয়ে যাওয়া সম্ভব।

মা-বাবার সাথে পুয়ের্তোরিকো থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আসেন জেনিফার। অভিনয় জগতে এসে তিনি যৌন হেনস্থার শিকারও হয়েছেন। কাজের পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কাজও করেন এই লাতিন কন্যা। -ডয়চে ভেলে

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh