অমর একুশে বইমেলার নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৮:৪৯ পিএম

‘অমর একুশে বইমেলা’র নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। দীর্ঘদিনের রীতি পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘বাংলা একাডেমি অমর একুশে বইমেলা ২০২১’।

তবে বইমেলার নামকরণে পরিবর্তন আনায় এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

সোমবার (১৬ নভেম্বর) এ দুই সমিতির যৌথ প্রতিনিধি দল বাংলা একাডেমির কাছে এই বিষয়ে লিখিত প্রতিবাদ জমা দিয়েছেন। বাংলা একাডেমির সচিব অপরেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে সমিতির নেতৃবৃন্দরা এটি জমা দিয়েছেন বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আবিদ হোসেন এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।


সভায় আরো উপস্থিত ছিলেন- প্রকাশকদের নেতা ওসমান গণি, মিলন কান্তি নাথ, মাজহার আহমেদ খান মাদংব, শ্যামল পাল, গফুর হোসেন ও আবুল বাশার ফিরোজ শেখ।

উল্লেখ্য, সম্প্রতি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক সভায় ২০২১ সালে অনুষ্ঠেয় বইমেলার নামকরণে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh