এনজিও’র চাপে রোহিঙ্গা স্থানান্তর বিলম্বিত: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ০৪:০৯ পিএম

ইন্টারন্যাশনাল এজেন্সি ও কিছু এনজিও’র চাপে ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

দুই দিনের সরকারি সফরের শেষ দিন আজ রবিবার (১৫ নভেম্বর) রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রায় একলাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বেশিরভাগই যেতে ইচ্ছুক। দিনক্ষণ এখনো ঠিক না হলেও শুধুমাত্র এনজিও ও ইন্টারন্যাশনাল এজেন্সির চাপে এই স্থানান্তর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

এদিকে পণ্য রফতানিতে আমেরিকার নতুন সরকারের কাছে ট্যারিফ কমানোর দাবি থাকবে বলেও জানান তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী রাজশাহী কলেজের মিলনায়তনে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh