ঢাকা-১৮ উপ-নির্বাচন

ভোট দেননি ৮৬ শতাংশ ভোটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৯:৩৮ পিএম

ছবি: স্টার মেইল

ছবি: স্টার মেইল

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে মাত্র ১৪.১৮ শতাংশ ভোট পড়েছে।  এ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন, এর মধ্যে মোট ভোট পড়েছে মাত্র ৮১ হাজার ৮১৮ ভোট। অর্থাৎ, ভোট দিতে যাননি প্রায় ৮৬ শতাংশ ভোটার। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ৮টায় আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।

মাত্র ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট। নির্বাচনে জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার পেয়েছেন ৩২৫ ভোট, মাছ মার্কা নিয়ে গণফ্রন্ট থেকে কাজী মো. শহীদুল্লাহ পেয়েছেন ১২৬, ডাব মার্কা নিয়ে উমর ফারুক নামে বাংলাদেশ কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৯১ ভোট।  এছাড়া মুহিবউল্লা বাহার (পিডিপি) বাঘ মার্কা নিয়ে পেয়েছেন ৮৭টি ভোট।  মোট ভোট পড়েছে মাত্র ৮১ হাজার ৮১৮ ভোট। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা -১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। ভোট কেন্দ্রের সংখ্যা ২১৭টি এবং ভোটকক্ষের সংখ্যা ১৩৫৩টি। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh