প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করছি: স্পর্শিয়া

মোহাম্মদ তারেক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ১০:৩৯ এএম

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ ছবির শুটিং শেষ করতেই অসুস্থ হয়ে পড়লেন। কভিড-১৯-এর কবলে পড়লেন এ লাস্যময়ী। ঘরবন্দি দীর্ঘ সময় কাটানোর পর কাজে ফিরেই আবার ঘরে ফিরতে হয়েছে। 

তবে সময়টা কাজে লাগিয়েছেন স্পর্শিয়া। পরবর্তী ছবির প্রস্তুতি নিয়েছেন। করোনার ফলাফল নেগেটিভ আসতেই শুরু করেছেন তাহসানের বিপরীতে গোলাম সোহরাব দোদুলের ওয়েব ফিল্ম ‘ছক দ্য মেজ’-এর কাজ। 

স্পর্শিয়ার ভাষ্যে, ‘এই কাজ আরো আগে করার কথা ছিল। অসুস্থ না হলে এতদিনে কাজ অনেকদূর এগিয়ে যেত। মাঝে পায়ে আঘাত পেলাম। শুটিংয়ে আমার জন্য একজন থেরাপিস্টও রাখা হয়েছে। তাহসান ভাইয়ের সাথে আমার প্রথম কাজ।’ 

যে ছবির কাজ শেষে অসুস্থ হলেন, সে ছবি নিয়ে কিছু বলতে চাইলেন না স্পর্শিয়া, ‘ছবির কাজ শেষ। শাকিব খান সহশিল্পী হিসেবে কাজ করেছেন। ভালো অভিজ্ঞতা হয়েছে। এক্ষুণি ছবির চরিত্র নিয়ে কিছু বলতে চাচ্ছি না।’ 

এ ছবির মাধ্যমে যাত্রা শুরু করবে নতুন একটি ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি নিয়ে স্পর্শিয়া কী ভাবছেন? ‘আমি ইতিবাচকভাবেই ওটিটি প্ল্যাটফর্মকে দেখছি। আমরা ঘরে বসে নতুন পুরনো ছবি দেখতে পারছি। নতুনদের কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে এ প্ল্যাটফর্মের কারণে। বাংলাদেশের ছবিও ওটিটি প্ল্যাটফর্মে দেখার সুযোগ করে দেওয়া প্রয়োজন।’ 

তবে ওয়েব প্ল্যাটফর্মের জন্য নির্মিত ছবিকে আলাদা করে দেখেন না তিনি। স্পর্শিয়ার মতে, ‘ওয়েব ফিল্ম বলে আলাদা কিছু নেই। কোন ছবি উৎসবে যায়, কোন ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এখন প্রেক্ষাগৃহ খুলে দেয়া হয়েছে, ওখানেও মুক্তি পেতে পারে।’ 

তিনি যোগ করেন, ‘হলে গিয়ে ছবি দেখার মজাই আলাদা। এই লকডাউনে ওটিটিতে ছবি দেখার একটা অভ্যাস তৈরি হয়েছে। বাইরের ছবি আমরা ওটিটিতে দেখছি, তাহলে বাংলা ছবি কেন নয়?’ 

আগামীতে ওয়েব সিরিজেও দেখা যেতে পারে তাকে। স্পর্শিয়া জানালেন, ‘ওয়েব সিরিজের প্রস্তাব আসছে; কিন্তু আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আমি ব্যস্ত। আমি নিজের প্রোডাকশন হাউস থেকেও ওয়েব সিরিজ বানাতে পারি। লকডাউনে প্রচুর সিরিজ দেখায় ইচ্ছেটা জেগেছে।’ স্পর্শিয়ার প্রোডাকশন হাউসের নাম ‘কচ্ছপ ফিল্মস’। শোনা যাচ্ছিল তিনি প্রযোজনায় নামবেন। এ প্রসঙ্গ তুলতেই হতাশা ঝরল স্পর্শিয়ার গলায়, ‘করোনার কারণে সব পরিকল্পনা ভেস্তে গেল। এখন আবার শূন্য থেকে শুরু করতে হবে।’ 

স্পর্শিয়াকে সর্বশেষ দেখা গেছে নিয়ামুল মুক্তার ‘কাঠবিড়ালী’ ছবিতে। প্রশংসিত হয়েছে তার অভিনয়। এর আগে অনন্য মামুনের ‘আবার বসন্ত’, অমনিবাস ছবি ‘ইতি, তোমারই ঢাকা’ তেও প্রশংসিত হয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে অনন্য মামুনের ‘বন্ধন’ ও নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’। 

প্রতিটি ছবিতেই স্পর্শিয়ার চরিত্র আলাদা। কারণ কী? ‘ভিন্ন গল্পের ভিন্ন চরিত্রে অভিনয় করা উপভোগ করি। একই রকম চরিত্র করতে ভালো লাগে না। আমার নির্মাণাধীন ছবির চরিত্রও এখন অব্দি করা ছবিগুলোর চেয়ে আলাদা।’ 

নানা চরিত্র স্পর্শিয়াকে আনন্দ দিচ্ছে, তা নয় শেখাচ্ছেও; ‘আমরা জীবনে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করছি। এগুলো আমাদের শিক্ষা দেয়। এই অভিজ্ঞতাগুলো নিয়েই জীবন। আশা করি, আগামীতে অভিজ্ঞতার আলোকে আরও ভালো কাজ করতে পারব।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh