নাটোরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০২:৪৮ পিএম

নাটোরের সদর উপজেলার আমাহাটি ও লালপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। 

আজ রবিবার (১ নভেম্বর) দুপুরে বরেন্দ্র এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই দুইজনের মৃত্যু হয়।

নাটোরের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী বলেন, আমহাটি এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জুয়েল (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ দুপুরে সদর উপজেলার আমহাটি এলাকার রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। জুয়েল ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বেশ কয়েকদিন থেকে জুয়েল মানসিকভাবে বিপর্যস্ত ছিল। আজ সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে নাটোরের লালপুর উপজেলার চংধূপইল ইউনিয়নের ইসলামপুর বাওড়া ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে আসকান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

নাটোর স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, জিআরপি পুলিশ মরদেহ দুটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh