ঘড়ি ফেলে দিয়ে ফ্রান্সকে বয়কটের ডাক নুসরাত ফারিয়ার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ০৫:২৮ পিএম

বর্তমান বিশ্বের অন্যতম আলোচ্য বিষয় ফ্রান্স ইস্যু। মহানবীকে (সা.) কে অবমাননা করায় ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন অনেকেই। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বে বিভিন্ন দেশের আলোচিত ব্যক্তিরাও এই ঘোষণার সঙ্গে একমত পোষণ করছেন। বাংলাদেশেও বেশ কিছুদিন ধরে চলছে প্রতিবাদ। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। 

শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনেত্রী লেখেন, আমি আমার কার্টিয়ে ঘড়িটি ফেলে দিচ্ছি। এরপর হ্যাশট্যাগের মাধ্যমে ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন ফারিয়া।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া বর্তমানে ব্যস্ত ‘পাতালঘর’ শিরোনামে একটি চলচ্চিত্র নিয়ে। পাশাপাশি ৭ নভেম্বর থেকে ওয়েব ফিল্ম ‘যদি... কিন্তু... তবুও’র শুটিংয়ে অংশ নেয়ার কথা আছে তার। ফিরবেন 'অপারেশন সুন্দরবন' সিনেমার শুটিংয়েও। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh