শর্ত সাপেক্ষে জামিন পেলেন টোকন ঠাকুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০৪:৩০ পিএম

কবি ও নির্মাতা টোকন ঠাকুরের জামিন মঞ্জুর করেছেন আদালত। দুই হাজার টাকা মুচলেকায় আগামীকাল (মঙ্গলবার) নির্বাহী হাকিম আদালতে আত্মসমর্পণের শর্তে তার জামিন মঞ্জুর করে আদালত।

সোমবার (২৬ অক্টোবর) নিউমার্কেট থানা থেকে আদালতে নেয়া হয় টোকন ঠাকুরকে। এরপর দুপুরে আদালতে তোলা হয়। শুনানি শেষে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম আদালত।

অনুদানের টাকায় সিনেমা বানাতে না পারায় অর্থ আত্মসাৎ মামলায় রবিবার রাতে নিউ এলিফ্যান্ট রোডের বাসা থেকে টোকন ঠাকুরকে গ্রেফতার করা হয়।

২০১১-২০১২ অর্থবছরে শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের অনুমোদন পান চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর। অনুদানের ৩৫ লাখ টাকার মধ্যে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা তুলতে পেরেছেন তিনি। কিন্তু সিনেমা নির্মাণ শেষ করতে পারেননি তিনি। এরই পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে মামলা দায়ের করে তথ্য মন্ত্রণালয়।

পুলিশ জানায়, ওই মামলায় ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh