মোহাম্মদ (সা.) কে কটূক্তি

ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের হামলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ১১:১১ পিএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২০, ০৯:৪৭ এএম

ফ্রান্সের কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে ‘সাইবার ৭১’ নামে বাংলাদেশী হ্যাকার কমিউনিটি। শনিবার (২৪ অক্টোবর) মধ্যরাত থেকে এই সাইবার হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।

মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদেই এই সাইবার হামলা চালানো হয় বলে জানিয়েছেন হ্যাকার কমিউনিটির একাধিক সদস্য। ‘সাইবার ৭১’-এর ফেসবুক পেইজেও কয়েকটি লিংক পোস্ট করে হ্যাক করার দাবি জানানো হয়েছে।

সেখানে লিখা হয়েছে, “যে দেশে আমাদের রাসুল (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসুলের সম্মানে সঙ্গীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করেছে "সাইবার ৭১"

ফ্রান্স এই নেক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে। সকলের আক্রমণই আমরা আপনাদের জন্য আপডেট করতে থাকবো।“


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh