দেশে নতুন ৮০০ পর্যটন স্থান চিহ্নিত

সারা দেশে নতুন ৮০০ পর্যটন স্থান চিহ্নিত করেছে পর্যটন করপোরেশন।

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ১০:৫১ পিএম

সারা দেশে নতুন ৮০০ পর্যটন স্থান চিহ্নিত করেছে পর্যটন করপোরেশন।

রবিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

সংসদীয় কমিটি বলেছে, নতুন ৮০০ পর্যটন এলাকা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে তালিকভুক্ত করতে হবে। পর্যটকদের আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেয়া প্রয়োজন। জনপ্রতিনিধিরা এ কাজে সম্পৃক্ত করতে হবে।

কমিটির সভাপতির আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, আশেক উল্লাহ, আনোয়ার হোসেন খান এবং সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh