মাংস ও দুধশিল্প রক্ষায় আমদানি বন্ধসহ ১০ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ০৩:০৮ পিএম

দেশীয় মাংস ও দুধ শিল্প রক্ষায় বিদেশ থেকে মাংস আমদানি বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন।

রবিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশনের দাবিগুলো হচ্ছে— টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে পশু খাদ্য সরবরাহ করা; বিদেশ থেকে মাংস আমদানি বন্ধ করা; খামারির বিদ্যুৎ বিল বাণিজ্যিককরণ না করা; জমির খাজনা কৃষিখাতের আওতায় আনা; ২০ বছর আয়কর রেয়াত প্রদান; এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপের মাধ্যমে বাল্ক ফিল্ড মিল্কের আমদানি শুল্ক ১০০ শতাংশে উন্নীত করা; দেশে গুঁড়ো দুধের প্লান্ট তৈরি বাড়ানো; অস্বাস্থ্যকর কনডেন্সড মিল্ক তৈরি বন্ধ করা; খামারিদের বিনা জামানতে সহজ শর্তে ঋণ প্রদান এবং ডেইরি বোর্ড গঠন করা এবং পশুর ভ্যাকসিন, মেডিসিন ও চিকিৎসা সেবা সহজ এবং বিনামূল্যে দেওয়া।

সংবাদ সম্মেলনে এসোসিয়েশনটির সভাপতি ইমরান হোসেন বলেন, বাংলাদেশে দুধ এবং মাংস উৎপাদনকারী খামারিদের সংখ্যা প্রায় ৮ লাখ। গত ৮ বছরে এর সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। এই পেশার সাথে বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ২ কোটি মানুষ। মাংস উৎপাদনে বাংলাদেশ হয়েছে স্বয়ংসম্পূর্ণ এবং দুধ উৎপাদন বেড়েছে প্রায় তিন গুণ। তারপরেও প্রতিমাসে বিপুল পরিমাণ মাংস আমদানি করা হয়। শুধুমাত্র ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১১ মিলিয়ন ইউএস ডলার ফ্রোজেন প্যাকেট মাংস আমদানি করা হয়েছে। খামার শিল্প কৃষির অন্তর্ভুক্ত হওয়া সত্বেও বাণিজ্যিক বিদ্যুৎ বিল দেওয়া ও কর রেয়াত সুবিধা না থাকায় এই শিল্প চরমভাবে অবহেলিত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি করোনাকালীন সময়ে সরকারের দেওয়া প্রণোদনার ছায়া পর্যন্ত দেখিনি এই শিল্পের কোনো কৃষক।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের সহ সভাপতি আলী আজম রহমান শিবলী, সাধারণ সম্পাদক মো. শাহ ইমরান, সহ-সাধারণ সম্পাদক নাজিম উল্লাহ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh