দুর্গাপূজায় শ্রাবণীর তিন গান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ০১:২০ পিএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২০, ০১:২৫ পিএম

দুর্গা পূজা উপলক্ষে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৭’ এর কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনীর তিনটি নতুন গান প্রকাশ পেয়েছে। গানগুলো হলো ‘ও দুর্গা মা’, ‘অকারণ বিরহ’ ও ‘ভুল ঠিকানায়’।

জানা যায়, গানগুলো এইচএম ভয়েসের ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে। 

ও দুর্গা মা  গানটি লিখেছেন  শেখ নজরুল এবং সুর করেছেন সোয়েব শিবলী। সঙ্গীত করেছেন পুলক বড়–য়া। অন্য দুটি গানের কথা লিখেছেন শেখ নজরুল এবং সুর করেছেন ফিদেল নাঈম ও সঙ্গীতায়োজনে  ওয়াহিদ শাহিন।

এ প্রসঙ্গে শ্রাবণী বলেন, পূজা উপলক্ষে করা ‘ও দুর্গা মা’ গানটি প্রশংসিত হয়েছে। বাকি দুটি গানও  শ্রোতাদের ভালো লাগবে। এছাড়া আরো কিছু গানের কাজ চলছে বলেও জানিয়েছে শ্রাবণী। শিগগিরই গানগুলো প্রকাশ পাবে।

শ্রাবণীর গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে বৈশাখ এলোরে, সোনা বন্ধু, চান্দেরো আলো, ফুলের বুকে, ব্যাচেলার ফিমেল ভার্সন-২, সাগরের জল পাহাড়ের সুর, বন্ধু বড় বেঈমান, মন দেবোনা, চলো আবারো ইত্যাদি।

 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh